
Mojar School - Sponsor A Child Today
‘Street Children free Bangladesh” is the ultimate goal of Mojar School. To achieve this goal, we are focusing on the core of the problem Dhaka as well as on the source of problem Monpura, a distinct chor of Bhola. Mojar School Believes that to make a "Street Children free Bangladesh”, we must work on the source and solve the problem at the root level.
In this journey of change, you can be our companion by carrying the responsibility for One Child's education. It is a high time to take the appropriate step to build a ‘Street Children free Bangladesh”.
You can join us by supporting at least one of our student's monthly education cost of BDT 1500 through our sponsor a child program. To become a "SPONSOR A CHILD", Please fill our "SPONSOR A CHILD" form. We will contact you within 24 hours.
একটি শ্লোগান ও লক্ষ্য সামনে রেখে মজার ইশকুলের পথচলা। কোন সুবিধাবঞ্চিত শিশু পথে থাকবে না, পথশিশু মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য । এই লক্ষ্যে সমস্যার আঁধার ঢাকায় যেমন আমরা কাজ করছি নিবিড় ভাবে, একই সাথে এই সমস্যার উৎস মুখে কাজ করছি সমস্যার মূল উৎপাটনে ভোলার মনপুরার মত দুর্গম চরে। আমরা থেমে নেই, আমাদের নিরলস যাত্রা চলছেই। দেশের প্রতি দায়িত্ববোধ এবং মানুষের পাশে থাকার আকুতি নিয়ে ১ জন শিশুর শিক্ষার দায়িত্ব নিয়ে আজকেই পরিবর্তনের সঙ্গী হোন। এখনি সময় - পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেয়ার ।
হাত বাড়িয়ে দিন এই আলোকিত পথের সহযাত্রী হতে মাসিক মাত্র ১৫০০ টাকায় - "শিক্ষা উন্নয়ন অভিভাবক বা Sponsor A Child"এর জন্য Sponsor A Child Form পূরণ করে আপনার প্রাথমিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন, ২৪ ঘণ্টার ভিতর আমরা আপনার সাথে যোগাযোগ করবো ।



মাসিক ১৫০০ টাকায় ১ জন শিক্ষার্থী যা যা পায়



Why Sponsor A Child Important ?
পথে বেড়ে একটা শিশুর জন্য যেমন নিরাপদ না, একই সাথে সে যদি মেয়ে শিশু হয় তাহলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ে। খোলা আকাশের নিচে পরিচালিত মজার ইশকুলের শিশুদের যখন আমরা স্থায়ী ইশকুল মুখী করতে পারি তখন আমাদের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়। কমপক্ষে ৫ম শ্রেণী পাশ এবং ৮ম শ্রেণী পর্যন্ত কারিগরি শিক্ষায় দক্ষ করতে পারলে আসে চূড়ান্ত বিজয়। এই ৮ - ১০ বছরের যাত্রায় ১ জন শিক্ষা উন্নয়ন অভিভাবক পারেন নিশ্চয়তা হতে। পরিবর্তনের যাত্রী হতে ।



Top 4 Sponsorship FAQs
স্পন্সরশীপ নিয়ে আরও ২১ টি প্রশ্ন ও উত্তর দেখতে ক্লিক করুণ- 01 স্পন্সরের ১৫০০ টাকাই কি শিক্ষার্থী পায়? Does the student get full amount of 1500tk of a sponsor?
- 02 একজন শিক্ষার্থীর জন্য কতদিনের প্রতিশ্রুতি দিতে হয় ? Do I have to commit for a specific time to sponsor a child?
- 03 এই শিক্ষার্থী কি বাস্তবে আছে? একই শিক্ষার্থী একাধিক স্পন্সরকে কি দেয়া হয় ? Is this student real? Can more than one person sponsor one student?
- 04 যাকাতের টাকায় কি স্পন্সর করা যাবে? Can I sponsor a child by providing Zakat?
: Yes. The student gets the full amount of 1500 tk which you give from your hard-earned money. Please note that the overall cost of a student is BDT 3200 per month.
For details:
হ্যাঁ, আপনার অতি কষ্টে উপার্জনকৃত অর্থ থেকে প্রদান করা ১৫০০ টাকার সম্পূর্ণ অর্থই শিক্ষার্থী পায়। উল্লেখ্য, একজন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে প্রায় ৩,২০০/- (তিন হাজার দুইশত টাকা) খরচ হয়।
বিস্তারিত জানতে...
No, you don't. You can stop your sponsor any time you want. But we want to ensure formal education till 05th grade and technical education till 08th grade for every student so that they can be self-independent. We also want to ensure support for them who want to study further. In this case, we always hope for your help.
একজন শিক্ষার্থীকে স্পন্সর করার জন্য কোনো প্রতিশ্রুতি দিতে হয় না। আপনি চাইলে প্রথম মাষের পর থেকেই স্পন্সর করা বন্ধ করে দিতে পারবেন। (তবে একজন শিক্ষার্থীকে আমরা টেকনিক্যাল ট্রেনিং সহ প্রাথমিক পর্যায়ে কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াতে চাই, যাতে সে নিজে আয়ের উৎস খুঁজে নিয়ের যোগ্য হয়ে উঠে এবং পরিবারে সহযোগিতা করে । এরপরও যারা আরো উচ্চতর শিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করবে আমরা তাদেরও শিক্ষার দায়িত্ব পালন করতে থাকবো। সেক্ষেত্রে সব সময় আপনার সহযোগিতা প্রত্যাশা করি।)
Yes. This student is real. If a person sponsors a child, we always encourage him to meet the child at least 03 times a year. If anyone is unable to meet personally because of busy schedules, we can arrange a video call to chat with the child. And, there is no chance to sponsor one student by more than one person. To ensure transparency and morality of the organization, it is impossible to even think about it.
হ্যাঁ, বাস্তবে আছে। কোনো শিক্ষার্থীকে স্পন্সর করার পর বছরে অন্তত ০৩ (তিন) বার শিক্ষার্থীর সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য আমরা তার শিক্ষা উন্নয়ন অভিভাবককে উৎসাহিত করে থাকি। ব্যস্ততার কারণে শিক্ষা উন্নয়ন অভিভাবক সাক্ষাতে কথা বলতে না পারলেও আমরা ভিডিওকলের মাধ্যমে শিক্ষার্থীর সাথে কথা বলার ব্যবস্থা করে থাকি। আর একই শিক্ষার্থীকে একাধিক স্পন্সরকে দেয়ার কোনো সুযোগ তো নেই-ই। বরঞ্চ সংগঠনের স্বচ্ছতা এবং নৈতিকতার জন্যই একই শিক্ষার্থীকে একাধিক স্পন্সরকে দেয়ার কথা চিন্তাও করা হয় না।
Breaking Down Expenditure for Mojar School Sponsor A Child Monthly 2020


