












SUSTAINABLE ECONOMIC DEVELOPMENT
HELPING THE NEEDY BECOME SELF-RELIENT
The Slum Area Near Dhaka and outside have no readily available sources of income. Odommo Bangladesh Foundation provides skills, training and job opportunities to vulnerable men and women. We also advise rental rikshaw puller and housekeeper on how to improve their income and ensure secure fixed income to ensure quality education for his/her children's. See some of our key projects below.
The Slum Area Near Dhaka and outside have no readily available sources of income. Odommo Bangladesh Foundation provides skills, training and job opportunities to vulnerable men and women. We also advise rental rikshaw puller and housekeeper on how to improve their income and ensure secure fixed income to ensure quality education for his/her children's. See some of our key projects below.
What we do Now
#For_Sustainable_Economic_Development #OBBS



Rikshaw-রিকশা
প্রজন্মের পর প্রজন্ম অর্থাৎ যে এখন রিকশা চালক, তার বাবাও রিকশা চালক ছিলেন । বংশ পরাম্পরায় তারা প্রফেশন পরিবর্তন করে না। এই প্রোজেক্টের মাধ্যম নতুন রিকশা প্রদান, ভবিষ্যতের জন্য টাকা জমানো, সমস্যা সমাধানে প্রশিক্ষণ এবং নিজেই আরও রিকশার মালিক হয়ে স্থায়ী আয়ের উৎস তৈরি করা একই সাথে সন্তানের পড়াশোনায় সাহায্য করে।
Derails



Van - ভ্যান
মালামাল পরিবহণ, একটি ট্রিপেই তুলনামূলক বেশী টাকা আয়ের সম্ভাবনা থাকায় যারা দীর্ঘসময় ভাড়ায় চালিত ভ্যান দিয়ে আয় করছিল, তাদের মালিকানা ও ভবিষ্যতের জন্য টাকা জমানোসহ সন্তানের ভবিষ্যৎ যাতে নিশ্চিত করতে পারে তেমন একটি মডেল নিয়ে আমাদের কাজ।



Cattle Raising - গবাদিপশু
পূর্ব পেশা ও অভিজ্ঞতার ভিত্তিতে চরাঞ্চলের মানুষের জন্য ছাগল, ভেরা, গরু, মহিষ ইত্যাদি অর্থাৎ গবাদিপশু লালন পালনের জন্য এই উদ্যোগ। ২০২০ সালে ইতিমধ্যে ২১ টি পরিবারকে ৪২ টি গবাদিপশু দেয়া হয়েছে।



Tailoring - সেলাই প্রশিক্ষণ
শিক্ষার আলোবঞ্চিত নিম্ন আয়ের নারীদের পর্যায়ক্রমে সাধারণ প্রশিক্ষণ, এডভান্স প্রশিক্ষণ ও ইন্ডাস্ট্রিয়াল সেলাই প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী শিক্ষার দক্ষতা ভিত্তিক শিক্ষার মাধ্যমে স্থায়ী আয়ের উৎস তৈরি করার উদ্যোগ।















How This Project Works ?
We Believe in the system. Sometimes we believe in the proverb, slow and steady with race . and same time if the need takes "Right Time Right Decision", We don't Delay. That's why our step takes some time and a multi-level cross-checking process to ensure our project sustainability and proven one that this small step has a great impact.
কেন OBBS প্রজেক্ট?
মজার ইশকুল এর শিক্ষার্থীর পড়ালেখা নিশ্চিত করার জন্য সুবিধাবঞ্চিত পরিবারকে স্বাবলম্বী করে তোলা। যাতে শিক্ষার্থীর বাবা অথবা মা অথবা শিক্ষার্থীর দায়িত্ব নেয়া পরিবারের অন্য কোন সদস্যের স্থায়ী আয়ের উৎস তৈরী করা যায়, পরিবারের আর্থিক সমস্যার কারণে শিক্ষার্থীকে কাজে দেওয়া বা গ্রামে পাঠানো বা পড়ালেখা বন্ধ করে দেওয়ার প্রবণতা কমে এবং সঞ্চয় করার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। উল্লেখ্য, পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মজার ইশকুল (একটি অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন উদ্যোগ) ২০১৩ সাল থেকে বিগত প্রায় ৮ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। ঢাকা ও মনপুরায় (বরিশাল) মজার ইশকুল এর ৮ টি শাখায় মোট প্রায় ২০০০ জন শিক্ষার্থী পড়ছে। যার মধ্যে ৪টি শাখায় (স্থায়ী ইশকুল) জাতীয় শিক্ষাক্রমানুসারে বিনামূল্যে ৭০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৪টি শাখা খোলা আকশের নিচে পরিচালিত ইশকুল, যেখানে মাসে প্রায় ১,৩০০ এর অধিক শিশুর কাছে পৌঁছাতে পারছি আমরা।
কারা OBBS প্রোজেক্টের সুবিধাভোগী?
শুধু মাত্র মজার ইশকুল এর শিক্ষার্থী, তার পরিবার, পরিবার সংশ্লিষ্ট ব্যক্তি এবং সমগ্র বাংলাদেশ।
মজার ইশকুল কেন OBBS প্রজেক্ট পরিচালনা করছে?
কিভাবে সুবিধাভোগী নির্বাচন করা হয়? (যাচাই-বাছাই ১ম ধাপ)
প্রদানকৃত স্বাবলম্বী হওয়ার সাপোর্ট যে কাজে লাগাতে পারবে সেটা কিভাবে নির্ধারণ করা হয়? (যাচাই-বাছাই ২য় ধাপ)
যাচাই-বাছাই এর পর যারা টিকে যায় তারা সবাই কি সাপোর্ট পায়? (বিতরণ)
প্রাপ্ত সাপোর্ট এর মাধ্যমে আসলেই স্বাবলম্বী হতে পারছে কিনা সেটা কিভাবে নিশ্চিত হয়? (মনিটরিং বা ফলোআপ)
রিপোর্টিং অফিসার