
- Food Program Update DEMO(English)
- ফুড প্রোগ্রাম আপডেট ( DEMO ) ( বাংলা )
Under the slogan of food, education, technology, there are Mojar schools (an Odommo Bangladesh Foundation initiative) next to the disadvantaged children since 2013, which has ensured education for them. But we are sure that education is almost impossible on an empty stomach or in the midst of illness. In our open-air schools, we ensure food for children at the end of each class, which is possible with the financial participation of the volunteers, and one day a week at each school.
Similarly, since the inception of the permanent school, it has been planning to ensure nutritious and healthy food for the students. Although some activities were conducted on a weekly and monthly basis, no regular activities were conducted.
Mojar School: Agargaon and Mojar School: Talking to most of the students in Maniknagar, it is known that they come to school in the morning without eating for various reasons. As a result, students are not as active as they should be in school or in class. Parents are also unable to provide adequate nutritious food to their students on a regular basis even if their family wishes for financial reasons.
Due to our continuous efforts and in collaboration with the corporate organization, two permanent Mojar Schools (Mojar Schools: Mojar Schools: Agargaon and Mojar Schools: Manik Nagar) have been launched in June 2016 under the "Food and Nutrition Program", which ensures nutritious food for children.
At the same time, in 2016, a food program called Mojar Food:: Mojar Khabar was started to fill the meat shortage of disadvantaged children. This is being organized in every class in 6 branches of Mazar Ishkul which will continue every day of the class.
All the students of Mazar Ishkul (both open and permanent) get one glass of milk and eggs, cake, banana, bread, or barkhani in each class under the Food and Nutrition Program included in the Food Program. Fun lunch at noon:: Mojar Khabar gets white rice and fish, eggs, meat, which is an ongoing process not project-based.
Mojar schools are by their side to ensure quality education, physical and mental well-being of disadvantaged children.
01
Food and Nutrition Program - Mojar School :: মজার ইশকুল
খাদ্য, শিক্ষা, প্রযুক্তি শ্লোগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মজার ইশকুল (একটি অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন উদ্যোগ) আছে ২০১৩ সাল থেকে, নিশ্চিত করতে পেরেছে তাদের জন্য শিক্ষা। তবে খালি পেটে বা অসুস্থতার মাঝে যে শিক্ষা গ্রহণ প্রায় অসম্ভব সে সম্পর্কে আমরা নিশ্চিত। আমাদের খোলা আকাশের নীচে পরিচালিত ইশকুল গুলোতে আমরা প্রতি ক্লাস শেষেই নিশ্চিত করি শিশুদের জন্য খাবার, যা স্বেচ্ছাসেবীদের আর্থিকভাবে অংশগ্রহনে সম্ভব হয়ে থাকে এবং যা প্রতি ইশকুলে সপ্তাহে একদিন।
একইভাবে স্থায়ী ইশকুল এর কার্যক্রম শুরু করার পর থেকেই পরিকল্পনা করছে শিক্ষার্থীদের পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার। সাপ্তাহিক ও মাসিক ভাবে কিছু কার্যক্রম পরিচালনা করা হলেও নিয়মিতভাবে কোন কার্যক্রম পরিচালনা করা হয়নি।
মজার ইশকুলঃ আগারগাঁও ও মজার ইশকুলঃ মানিকনগরের অধিকাংশ শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় তারা সকালে বিভিন্ন কারণে না খেয়ে ইশকুলে আসে। যার ফলে ইশকুলে বা ক্লাসে এ বয়সের শিশুদের যে পরিমাণ সক্রিয় থাকার কথা শিক্ষার্থীরা সে পরিমাণ সক্রিয় থাকে না। এছাড়াও তাদের পরিবারের আর্থিক কারণে ইচ্ছে থাকলেও অভিভাবকগণ শিক্ষার্থীদের নিয়মিত খাবারে যথাযথ পুষ্টি সম্মত খাবারের জোগান দিতে পারন না।
আমাদের চেষ্টা অব্যহত থাকার কারণে ও কর্পোরেট প্রতিষ্ঠান এর সহযোগীতায় জুন ২০১৮ সালে দুটি স্থায়ী মজার ইশকুল (মজার ইশকুলঃ আগারগাঁও ও মজার ইশকুলঃ মানিক নগর) এই শুরু হয়েছে "ফুড অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম :: Food and Nutrition Program, যা নিশ্চিত করছে শিশুদের জন্য পুষ্টিকর খাবার।
এরই সাথে ২০১৮ সালে সুবিধাবঞ্চিত শিশুর আমিষের ঘাটতি পূরণে মজার খাবার :: Mojar Khabar নামে ফুড প্রোগ্রাম শুরু করে। মজার ইশকুলের ৬ টি শাখায় প্রতি ক্লাসে হচ্ছে এই আয়োজন যা চলবে ক্লাসের প্রতিদিন।
মজার ইশকুলের (ওপেন বা স্থায়ী উভয়) সকল শিক্ষার্থী ফুড প্রোগ্রাম :: Food Program এর অন্তভুক্ত "ফুড অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম :: Food and Nutrition Program" র আওতায় প্রতি ক্লাসে এক গ্লাস দুধ ও সাথে ডিম, কেক, কলা, রুটি বা বাকড়খানি পায় এবং দুপুরে মজার খাবার :: Mojar Khabar এর আওতায় সাদা ভাত ও সাথে মাছ, ডিম, মাংস পায়, যা একটি চলমান প্রক্রিয়া কোন প্রোজেক্ট ভিত্তিক নয়।
সুবিধাবঞ্চিত শিশুদের মান সম্পন্ন পড়ালেখা, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে মজার ইশকুল তাদের পাশেই রয়েছে।