
Sponsor A Child Today
Mojar School – Sponsor A Child Today
একটি শ্লোগান ও লক্ষ্য সামনে রেখে মজার ইশকুলের পথচলা। কোন সুবিধাবঞ্চিত শিশু পথে থাকবে না, পথশিশু মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য । এই লক্ষ্যে সমস্যার আঁধার ঢাকায় যেমন আমরা কাজ করছি নিবিড় ভাবে, একই সাথে এই সমস্যার উৎস মুখে কাজ করছি সমস্যার মূল উৎপাটনে ভোলার মনপুরার মত দুর্গম চরে। আমরা থেমে নেই, আমাদের নিরলস যাত্রা চলছেই। দেশের প্রতি দায়িত্ববোধ এবং মানুষের পাশে থাকার আকুতি নিয়ে ১ জন শিশুর শিক্ষার দায়িত্ব নিয়ে আজকেই পরিবর্তনের সঙ্গী হোন। এখনি সময় – পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেয়ার ।

Why Sponsor A Child Important ?
পথে বেড়ে একটা শিশুর জন্য যেমন নিরাপদ না, একই সাথে সে যদি মেয়ে শিশু হয় তাহলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ে। খোলা আকাশের নিচে পরিচালিত মজার ইশকুলের শিশুদের যখন আমরা স্থায়ী ইশকুল মুখী করতে পারি তখন আমাদের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়। কমপক্ষে ৫ম শ্রেণী পাশ এবং ৮ম শ্রেণী পর্যন্ত কারিগরি শিক্ষায় দক্ষ করতে পারলে আসে চূড়ান্ত বিজয়। এই ৮ – ১০ বছরের যাত্রায় ১ জন শিক্ষা উন্নয়ন অভিভাবক পারেন নিশ্চয়তা হতে। পরিবর্তনের যাত্রী হতে ।