আপনার 'সদকা'তে নিশ্চিত হোক, ক্ষুধার্ত শিশুর আহার - মজার ইশকুল :: Mojar School - মজার ইশকুল :: Mojar School

আপনার ‘সদকা’তে নিশ্চিত হোক, ক্ষুধার্ত শিশুর আহার – মজার ইশকুল :: Mojar School

Share With Your Friends

শারমিন এন্যি নামের একজন শুভাকাঙ্ক্ষী “জানের সদকা ও পরিবারের সদস্যদের ভালো থাকার সদকা” হিসেবে দুটি খাসি এবং সাদা ভাতের আয়োজন করেছিল মজার ইশকুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। দুটি ছাগল কেনা হয়েছে ঢাকার কাপ্তান বাজার থেকে যার টোটাল ওজন ( ১৫ কেজি ও ১৯ কেজি ৬০০গ্রাম ) ৩৪ কেজি ৬০০ গ্রাম ।

জবাই দেয়ার পর সামারি হচ্ছে,

১) মোট ওজন ( জবাইবের আগে) – ৩৪ কেজি ৬০০ গ্রাম
২। মোট মাংস ১৬ কেজি ৫৬০ গ্রাম।
২) মাংসের পিস ৩২২ টি।
৩) বড় হার,কলিজা,চর্বি ২৯ পিস।
মোট মাংস =৩৫১ পিস। ( ২ পিচ+ করে ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু আহার করেছে ) ।

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these